সম্রাটকে শর্ত দিয়ে জামিন দিয়েছেন আদালত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 11-05-2022
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অবৈধ সম্পদের মামলায় তিনটি শর্ত দিয়ে জামিন দিয়েছেন আদালত। আদালতের দেওয়া শর্তগুলো হল, তিনি দেশের বাইরে যেতে পারবেন না, আদালতে পাসপোর্ট জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে।

সম্রাট অসুস্থ অবস্থায় কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) চিকিৎসাধীন। অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

আজ ১১ মে (বুধবার) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোঃ আসিফুজ্জামান ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। ওই মামলায় সম্রাটের কারামুক্তিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এহসানুল হক সমাজী।
একই দিনে মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করেন।  

শেয়ার করুন