জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-04-2023
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪এপ্রিল) বিকেলে জেলা শহরের কদমতলীস্থ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজ সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মোঃ জানু শিখদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আযম খসরু।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কে. এম. আযম খসরু বলেন, বঙ্গবন্ধু জন্ম হয়েছে বলে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশের জন্ম হয়েছিল বলে একটি লাল সবুজ পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুই সোনার বাংলা প্রতিষ্ঠা করেছিল। তারই সোনার বাংলাকে বাস্তবে পরিণত করতে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুই প্রথমে 'পহেলা মে' কে সরকারি ছুটি হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারের আগে ২১বছর ক্ষমতায় ছিলো কিন্তু শ্রমিক লীগের জন্য কিছুই করেনি। একমাত্রই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না।

 

তিনি আরো বলেন, অসম্ভবকে অসম্ভব করেছে আমাদের নেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের জন্যও বিভিন্ন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। করে দেখিয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত কতটা শক্তিশালী। তাই আগামী দিনের নির্বাচনেও শ্রমিক লীগকে সতর্ক থাকতে হবে। নির্বাচন আসলে কিছু কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এমনকি করেও তারা (বিএনপি-জামাত)। তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। কঠিন পরিস্থিতিতেও মোকাবেলা করার জন্য শ্রমিক লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

 

সমাবেশে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের  উপ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. নুরুল্লাহ হিরো, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম চৌধুরী, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকলীগের জেলা-উপজেলা শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

 

এসময় শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

শেয়ার করুন