খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দীঘিনালার লারমা স্কোয়ার সংলগ্ন কল্পরঞ্জন মাঠ থেকে ‘জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন’ স্লোগানে আয়োজিত কর্মসূচি উদযাপনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কল্পরঞ্জন মাঠে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর ছাত্র সমাবেশ ও কাউন্সিলে অংশ নেয় নেতারা।