খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্র ও কার্তুজসহ এক এরেশে মারমা নামের এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে বিশেষ চেকপোষ্ট বসিয়ে তল্লাসির সময় উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে মানিকছড়ি থানা নিশ্চিত করেছে।
থানা পুলিশ জানিয়েছে, ০৩/০৪/২০২৩ খ্রি: খাগড়াছড়ির পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই (নিঃ) তানভীর আহতাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট রাত্রীকালীন মোবাইল-৭ ডিউটি করাকালে মানিকছড়ি থানাধীন ৪নং তিনটহরী ইউনিয়নের
০৬ নং ওয়ার্ডের তিনটহরী শিবিরস্থ খাগড়াছড়ি টু চট্রগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট করাকালে রাত অনুমান ০১:৫০ ঘটিকার সময় ০২টি দেশীয় তৈরী (এলজি) আগ্নেয়াস্ত্র ও ৫টি কার্তুজসহ এরেশে মারমা(৬৩) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম গ্রহন করা হয়েছে।