খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে (১ম ধাপ) রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলকৃত চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার প্রার্থীতা শুনানী শেষে বৈধ ঘোষনা করা হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বরাবর আপিলকারী রামগড় উপজেলায় চোয়ারম্যান পদ প্রার্থী কংজঅং মার্মার আপিল শুনানী অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম, আপিলকারী কংজঅং মারমা, গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উসাপ্রু মারমা সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শন করায় আপিল কর্তৃপক্ষ বর্নিত আপিল কারীর আপিল মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল ২০২৪ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম কর্তৃক হলফনামা জটিলতার কারণে বর্নিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।