মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়া
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আবুল কাশেম ভুঁইয়া। গত বুধবার (৮ মে) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল কাশেম ভুঁইয়া (কৈ মাছ) প্রতীক নিয়ে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮২১ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন (চশমা) প্রতীক নিয়ে ১২ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জালাল মিয়া (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আমেনা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম (হাঁস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯০৭ ভোট।

প্রসঙ্গত, মাটিরাঙ্গা উপজেলায় মোট ভোটার ৯০হাজার ৩শত ৮২ জন। উপজেলার ৩৬ টি ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে গতকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


 

শেয়ার করুন