মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করায় ১২ জনকে জরিমানা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করা অতিরিক্ত যাত্রী বহন, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর, সকালের দিকে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

এ সময় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২(১) ধারা মোতাবেক হেলমেট পরিধান না করায় এবং একজনের অধিক যাত্রী বহন করার দায়ে ১২ টি মামলায় ১২ জনকে ৪ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন