জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট কর্তৃক ৩ হাজার বৃক্ষ চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ১০ জুন, দুপুরের দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম। এ সময় অত্র প্রতিষ্ঠানে ৪০ টি গাছের চারা রোপন করা হয়। একই দিনে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহর উপস্থিতিতে ৩০ টি গাছের চারা রোপন করা হয়।