আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার সূত্রপাত একটি গুজবকে কেন্দ্র করে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা।
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুলিতে এক শ্রমিক নিহত হন এবং আহত হন কয়েকজন।
ওই ঘটনার বিষয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা কাজ করে যাচ্ছিল। কিন্তু প্রথম থেকেই দেখে আসছেন এই ঘটনাগুলোয় সুনির্দিষ্ট কিছু মানুষ উসকানি দেন। উপদেষ্টা বলেন, একজন শ্রমিক সেখানে নিহত হয়েছেন, এ জন্য দুঃখিত। ইতিমধ্যে সরকার, বিজিএমইএ ও মালিকপক্ষের তরফ থেকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।