সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর (এফ) রহমানের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে আইএফআইসি ব্যাংককে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আজ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সালমান রহমান এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক তাঁকে সরিয়ে দিয়ে আইএফআইসি ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে।
নতুন পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক ও দুজন প্রতিনিধি পরিচালক নিয়োগ করা হয়েছে। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করাসহ জনস্বার্থে নতুন পর্ষদ গঠন করা হয়েছে বলে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করেছে।