ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজাতে আরো জোরালো ভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে এই প্রতিজ্ঞা গুলো খুঁজে বের করতে হবে এর প্রতিভা গুলোকে তাদের প্রতিবাদ বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে পারলে রাঙ্গামাটির সুনাম দিন দিন বৃদ্ধি পাবে। শুক্রবার (১৬ জুন) সকালে নানিয়ারচর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে সাংস্কৃতিক সমাজ এবং খেলাধুলা সরঞ্জাম বিতরণ কাল তিনি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাস, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে নানিয়ারচর উপজেলায় ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী এবং বিভিন্ন স্কুলে হাই ব্যাঞ্চ ও লো ব্যাঞ্চ বিতরণ করা হয়।