দিদারের লাশ হস্তান্তর, হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বেলা পৌনে ১টায় গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করে কর্তৃপক্ষ। পরিবারের পক্ষে লাশ বুঝে নেন নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান, শ্বশুর হাবিবুর রহমান, বোন মাফুজা আক্তার, শ্যালক আব্দুর রহমান।

দিদারের শ্বশুর হাবিবুর রহমান মুঠোফোন প্রথম আলোকে বলেন, নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিদারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হাবিবুর রহমান বলেন, ‘দিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত একজন আম্পায়ার ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আম্পায়ার অ্যাসোসিয়েশনের নির্বাচিত আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর সাত বছর ও পাঁচ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। আমার জামাতাকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ওপর গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন যেভাবে আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করেছে, যা মধ্যযুগের বর্বরতাকে হার মানায়। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মামলার বিষয়ে দলের (বিএনপির) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক বিপ্লব কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল করার সময় নিহতের বাঁ হাত, মাথার পেছনে ও ঘাড়ে জখমের চিহ্ন দেখতে পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আঘাতের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
 

শেয়ার করুন