দেশের বাাজারে জ্বালানি তেলের বৃদ্ধি হওযার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) টোলও বাড়াতে যাচ্ছে ফেরির। বর্তমানে ফেরির যে টোল হার রয়েছে তার ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রণালয়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, একটি ভাল সময় দেখে আমরা নতুন টোল হার কার্যকরের ঘোষণা দেব। বর্তমানে যেখানে যে ফেরির টোল যা রয়েছে, তা থেকে ২০ শতাংশ বাড়বে।
এখন পর্যন্ত শিমুলিয়া ঘাট অথবা পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে করে পার হতে একটি কার বা জিপকে ৫০০ টাকা টোল দিতে হয়। নতুন টোল হার নির্ধারিত হলে সেখানে ৫৯০ অথবা ৬০০ টাকা হতে পারে। এছাড়া অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও টোল হার বাড়বে।
গতকাল ২৫ জুন (শনিবার) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তাজনিত কারণে ওই দিন ফেরি চলাচল বন্ধ ছিল। তবে রবিবার ভোর ৬টা থেকে আবারও তা চলাচল শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত সেতু দিয়ে যান চলাচল করলেও ফেরি চালু থাকবে।