ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যদিও এখন পর্যন্ত দায়িত্ব নেয়নি নতুন পর্ষদ। গত বৃহস্পতিবার আগের পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। পদোন্নতি পেতে ব্যাংকের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করছেন আগের বঞ্চিত কর্মকর্তারা। একরকম জিম্মি করে পদোন্নতি আদায় করে নিচ্ছেন তাঁরা। এর মধ্যে ব্যাংকটিতে প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। যার বড় অংশ বঞ্চিত কর্মকর্তারা। ফলে সংকটে থাকা এই ব্যাংকটিতে সংকট যেন কাটছে না।
জানা গেছে, ইসলামী ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। আগামীকাল মঙ্গলবার ব্যাংকটির দায়িত্ব নেবেন তিনি। এরপরই ব্যাংকটির সার্বিক সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। আগে চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে আহসানুল আলম।