খেতের মধ্য দিয়ে প্রায় বুকসমান পানি ভেঙে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠে আসছিলেন কয়েকজন। মনু নদ প্রকল্পের বাঁধ ভেঙে যাওয়ায় বাঁধের ওপর দিয়ে সড়কে আসার সুযোগ নেই। পানি অনেকটা কমে আসছে, কিন্তু ভাঙা অংশ দিয়ে পার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মনু নদ প্রকল্পের বাঁধ ভেঙে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকাতে তাঁদের সঙ্গে দেখা। তাঁরা বন্যায় ডুবে যাওয়া নিজেদের ঘরদোর দেখে ফিরছিলেন।
এ দলেরই একজন কদমহাটা গ্রামের মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘ঘরর অবস্থা খুবই খারাপ। বেড়া ভাঙি গেছে। কিছু মাল বাইর অইয়া গেছেগি (জিনিস বের হয়ে গেছে)। ঘর ঠিক করা লাগব। কিন্তু কমলাখান (কেমন করে) যে ঠিক করতাম। বাঁশ-ঘাস কিচ্ছু নাই। ভাত খাইতাম, না ঘর ঠিক করতাম, চিন্তা লাগের।’