সারা দেশে আজ বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধের কর্মসূচি শিথিল করার কথা জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ছয় দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি ডেকেছিলেন।
এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বার্তায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৈঠক করবে বলে জানানো হয়েছে। বৈঠক চলাকালীন ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল থাকবে বলে জানা তারা ।
বৈঠকের ওপর ভিত্তি করে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
দুপুর ১২টার কিছু আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে ঢুকেছেন। তাঁরা বলেছেন, শিক্ষা উপদেষ্টা বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে তাঁরা বৈঠক করবেন।
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ রাখার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। গতকাল দুপুরে
এদিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব আজ সকাল ১০টায় প্রথম আলোকে বলেন, শিক্ষা উপদেষ্টা তাঁদের অনুরোধ করেছেন, তাঁর সঙ্গে বৈঠক না করে যেন আর রাজপথে কর্মসূচি পালন করা না হয়। এ জন্য পূর্বঘোষণা অনুযায়ী আজকের রেলপথ অবরোধ কর্মসূচি আপাতত শিথিল করা হয়েছে।
বেলা ১১টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান বাংলাদেশের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব। সেই পর্যন্ত কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রমজান আলী প্রথম আলোকে বলেন, সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাঁদের বৈঠক হবে। এই বৈঠক চলাকালীন ও ফলাফল না আসা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে।
দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে সিলেটের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকা অবরোধ করেন। সিলেট, ১৬ এপ্রিল
গত বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ছয় দফা দাবিতে গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। পরে গতকাল ঘোষণা দেওয়া হয়েছিল, আজ সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করবেন আন্দোলনকারীরা। এখন তাঁরা আজকের কর্মসূচি শিথিল করার ঘোষণা দিলেন।