শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরদিন আজ সোমবার আনসার বাহিনীর অনেক সদস্যকে আদালতে নেওয়া হচ্ছে।
আদালত সূত্র জানিয়েছে, আজ বেলা পৌনে দুইটা পর্যন্ত ১৪৯ জন আনসার সদস্যকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। তাঁদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে তাঁদের আদালতে তোলার কথা।
নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েক দিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। গতকাল রোববার তাঁরা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান।