কাপ্তাইয়ে পুষ্টি সমৃদ্ধ অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টি সমৃদ্ধ “অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক উপকারভোগীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার (১২ ডিসেম্বর) হতে উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে ।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ।

কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

প্রশিক্ষণে ৪০ জন উপকারভোগী অংশ নিচ্ছেন বলে জানান উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের।

শেয়ার করুন