অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এ আহ্বান জানান। এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দালাল’ বা তাঁর অন্যায়-অত্যাচারের সহযোগী ছিলেন, এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের নাম ঘোষণা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারেন। শেখ হাসিনার যাঁরা দালালি করেছেন, এই দেশে অত্যাচার-অনাচার করার জন্য যাঁরা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাঁদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয়, তাহলে তাঁরা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন।’