গাজীপুরে আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা, যান চলাচলে ধীরগতি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-02-2025
ফাইল ছবি : সংগৃহীত

তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে আজ রোববার সকাল থেকে বাড়ি ফিরছেন মুসল্লিরা। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা বাড়ি ফিরছেন হেঁটে। এতে গাজীপুরের টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে মানুষের ভিড়। যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছিল মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। আজ সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ ধাপের ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।

 

 

সরেজমিন দেখা যায়, মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-আশুলিয়া সড়ক, টঙ্গীর কামারপাড়া-মন্নুগেট সড়কসহ আশপাশের সড়ক ও অলিগলিতে মানুষের ঢল নামে। তাঁদের হাতে গাঁটরিবোঁচকা। এর মধ্যে মুসল্লিদের চলাচলের সুবিধার্থে আশপাশের কয়েকটি সড়কে গতকাল শনিবার মধ্যরাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে গাজীপুর মহানগর পুলিশ।

মোনাজাতে অংশ নিতে মিরপুর-১২ থেকে এসেছেন রাতুল ও তাঁর বন্ধু সোহাগ। তাঁরা মোনাজাত শেষে বাড়ি ফিরছিলেন কামারপাড়া-মন্নুগেট সড়ক ধরে। কথা হলে রাতুল প্রথম আলোকে বলেন, মোনাজাতে অংশ নিতে সকাল ছয়টায় বাড়ি থেকে বের হন তাঁরা। পরে অনেক ভিড় ঠেলে প্রবেশ করেন ইজতেমা মাঠে। সরাসরি ইজতেমা মাঠে এসে মোনাজাতে অংশ নিতে পারাটা আনন্দের। প্রতিবছরই তিনি মোনাজাতে অংশ নেন।

 

বিগত বছরগুলোয় তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করবেন। এর মধ্যে গত শুক্রবার শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমা শেষ হলো আজ। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর কাল সোমবার শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে।

প্রথমতাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে আজ রোববার সকাল থেকে বাড়ি ফিরছেন মুসল্লিরা। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা বাড়ি ফিরছেন হেঁটে। এতে গাজীপুরের টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে মানুষের ভিড়। যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছিল মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। আজ সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ ধাপের ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের।

 

 

সরেজমিন দেখা যায়, মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-আশুলিয়া সড়ক, টঙ্গীর কামারপাড়া-মন্নুগেট সড়কসহ আশপাশের সড়ক ও অলিগলিতে মানুষের ঢল নামে। তাঁদের হাতে গাঁটরিবোঁচকা। এর মধ্যে মুসল্লিদের চলাচলের সুবিধার্থে আশপাশের কয়েকটি সড়কে গতকাল শনিবার মধ্যরাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে গাজীপুর মহানগর পুলিশ।

মোনাজাতে অংশ নিতে মিরপুর-১২ থেকে এসেছেন রাতুল ও তাঁর বন্ধু সোহাগ। তাঁরা মোনাজাত শেষে বাড়ি ফিরছিলেন কামারপাড়া-মন্নুগেট সড়ক ধরে। কথা হলে রাতুল প্রথম আলোকে বলেন, মোনাজাতে অংশ নিতে সকাল ছয়টায় বাড়ি থেকে বের হন তাঁরা। পরে অনেক ভিড় ঠেলে প্রবেশ করেন ইজতেমা মাঠে। সরাসরি ইজতেমা মাঠে এসে মোনাজাতে অংশ নিতে পারাটা আনন্দের। প্রতিবছরই তিনি মোনাজাতে অংশ নেন।

 

বিগত বছরগুলোয় তাবলিগের দুই পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করবেন। এর মধ্যে গত শুক্রবার শুরু হওয়া প্রথম ধাপের ইজতেমা শেষ হলো আজ। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লি। এরপর কাল সোমবার শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা পালনের কথা আছে।

 

শেয়ার করুন