সাবেক আইজিপি শহিদুল হকের অবৈধ সম্পদের লুকিয়ে রাখা দুই বস্তা নথি উদ্ধার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-02-2025
ফাইল ছবি : সংগৃহীত

বিপুল পরিমাণ সম্পদের গোপন নথি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক সরিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ উঠেছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে দলিলসহ দুই বস্তা নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। আজ বুধবার দুপুরে দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, শহিদুল হকের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে।

 

 

অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে দুদক তথ্য পায়, শহিদুল হক অবৈধ সম্পদ অর্জনের তথ্যসংবলিত নথিপত্র দুটি বস্তায় ভরে তাঁর এক নিকটাত্মীয়ের কাছে পাঠিয়েছেন। গোয়েন্দা সূত্রে দুদক আরও তথ্য পায়, নথিপত্রগুলো গোপন রাখতে তাঁর সেই আত্মীয় আরেক আত্মীয়ের বাসায় সেগুলো পাঠিয়ে দেন। এসব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

দুদক সূত্রে জানা জানা গেছে, গতকাল রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল শহিদুল হকের আত্মীয়ের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ২ বস্তায় মোট ৩৮ ধরনের ৪৮টি আলামত পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপন চুক্তিপত্র, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

 

এসব নথিপত্র শহিদুলের বিরুদ্ধে অনুসন্ধান কাজে সহায়ক হবে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে আলামতগুলো জব্দ করে।


 

শেয়ার করুন