আগামী বছর (অর্থাৎ ২০২৩ সালে) এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি আরও বলেন, চলতি বছরের মত ২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে।
আজ ১২ এপ্রিল (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে আগামী বছরের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।