প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট দেন তিনি। ভোটপ্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।
ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের উপস্থিতি কম কি বেশি, এগুলো আমি কিছুই জানি না। এখানে এসে আমার ভোট আমি দিয়েছি। এটুকুই জানি।’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটগ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পরপর জাতীয় সংসদের এ ভোট হয়। সবার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় সম্পন্ন হয়।’
সিইসি বলেন, ‘আমি কেবল আপনাদের (সাংবাদিকদের) অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যত পারা যায়, তত যেন তুলে ধরা যায়। কারণ ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।’
চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা করছেন কি না, এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করি না। আমার কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কি আসবেন না, সহিংসতা হবে কি হবে না, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’