দেশের বৃহৎ পাঁচ সিটি করপোরেশনে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫শে মে। এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ১২ই জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ২১শে জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ সিটিতেই ইভিএমে ভোট হবে। আজ সোমবার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ইভিএমে নয়, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে। তিনি জানান, রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় ইভিএম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।