একদিনের স্বল্প সময় আর সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টায় ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জয়শঙ্কর বিএএফ বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৪টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোমেনের সাথে বৈঠক করবেন। পরে ডঃ মোমেনের আমন্ত্রণে ফরেন সার্ভিস একাডেমিতে ইফতার এবং নৈশভোজে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।