জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আবার রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যা মামলায় এবার তাঁকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একটি হত্যা মামলায় তিনি রিমান্ডে ছিলেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মেহেরা মাহবুব আজ রোববার হাসানুল হক ইনুর রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। আজ তাঁকে লালবাগ থানায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রিমান্ডে দেওয়া হয়। এর আগেও তিনি দুই মামলায় দুই দফায় রিমান্ডে ছিলেন।