গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, ভবনধসের শঙ্কা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 27-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানার আগুন ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ তাপ ও ধসের শঙ্কায় এখনই ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস। ফলে অপেক্ষা বাড়ছে নিখোঁজদের খোঁজে কারখানার বাইরে অপেক্ষমাণ স্বজনদের।

আজ সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন নিভেছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভবনের ভেতর এখনো প্রচণ্ড তাপ। মাঝেমধ্যেই আগুনের শিখা জ্বলে উঠছে। এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে। এখন ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়ছে। ভবনটিও ধসে পড়ার শঙ্কা আছে।

শেয়ার করুন