গুচ্ছেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-04-2023
ফাইল ছবি : সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিতে অবশেষে গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দ্রুতই গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করা হবে। এ বছর গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কাছে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি আদেশ পাঠানো হয়েছে।

 

সোমবার (১৭এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানিয়েছেন।

 

উপাচার্য ইমদাদুল হক বলেন, যেহেতু রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন সেটা অমান্য করার সুযোগ নেই। তাই আমাদের গুচ্ছের মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করাতে হবে এবছর। আর ভর্তি পরীক্ষার জন্য আগে যে কমিটিগুলো গঠন করা হয়েছিল তা বহাল থাকবে।

 

উপাচার্য বলেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী ২২ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করা হয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার কারণে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় একদিন পিছিয়ে দেয়া হয়েছে। সোমবার রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

 

তিনি বলেন, ১৫এপ্রিল থেকে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা থাকলেও এটি পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮এপ্রিল থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ৩০এপ্রিল পর্যন্ত। এছাড়া ৩ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা হবে।

 

উপাচার্য আরও বলেন, আগামী ২০মে মানবিক বিভাগ, ২৭মে বিজ্ঞান বিভাগ ও ৩জুন ব্যবসায় শিক্ষা শাখা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

 

সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আবেদনের ক্ষেত্রে কোন বিভাগের জন্য কত জিপিএ লাগবে এবং বিভাগভিত্তিক আবেদন ফি এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী সভায় বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।’

 

এদিকে ১৫এপ্রিল রাষ্ট্রপতির আদেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সময়ে যে ২২ বিশ্ববিদ্যালয় গুচ্ছে অংশগ্রহণ করেছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে সেসকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।

 

এর আগে ১৫মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল। ২৯ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরে আসার জন্য চারদিনের আল্টিমেটাম দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ৩ এপ্রিল গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কক্ষে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। পরবর্তীতে ৬ এপ্রিল বিশেষ একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য তিনটি কমিটিও গঠন করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন