নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ আজ সোমবারও কার্যালয়ে যাননি। স্থানীয় সেবাপ্রার্থীরা তাঁর অফিসে এসে সাক্ষাৎ না পেয়ে ফিরে যাচ্ছেন। তিনি কবে থেকে অফিস করবেন, তা জানাতে পারেননি উপজেলা পরিষদের কর্মকর্তারা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা সমন্বয় কমিটির সভায় অংশ নিতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গেছেন। নিয়ম অনুযায়ী সমন্বয় কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানেরও থাকার কথা। কিন্তু তিনি যোগ দেননি। নিজের কার্যালয়েও যাননি।
ছাগল–কাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কোথাও দেখা যাচ্ছে না। কার্যালয় অথবা বাড়ি—কোথাও তাঁকে দেখা যাচ্ছে না। কল করে পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি কোথায় আছেন, তা-ও কেউ বলতে পারছেন না। ঈদের ছুটির পর তিনি অফিস করেননি, ছুটিও নেননি।
ছাগল–কাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমানের (ইফাত) বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ। সরকারি তিতুমীর কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক।