ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কম : পররাষ্ট্রমন্ত্রী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 07-01-2024
ফাইল ছবি : সংগৃহীত

টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তিনদিনের ছুটি পেয়ে অনেকেই বেড়াতে যেতে পারেন। তবে এটি নিয়ে আশঙ্কা করার কিছু নেই। নির্বাচনের দিন বিএনপির হরতালকে ঢংঢাং বলেন, সিলেট ১ আসনের নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

শনিবার সকাল মহানগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।

 

 

মন্ত্রী বলেন সিসিক নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পরেছিলো, এটি ভালো। আর আমেরিকার নির্বাচনের একবার এসেছে ৩৮ এবং একবার এসেছে ৪৪ শতাংশ।

 

সিলেটের অন্যান্য প্রার্থীরা তাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তারাও মাঠে রয়েছে। ভোটার উপস্থিতির ব্যাপারে আমি আশাবাদি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোন অপ্রিয়কর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

মন্ত্রী বলেন, নৌকাকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত থাকবে। সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানান তিনি।


 

শেয়ার করুন