জালিয়াতি করে নিষেধাজ্ঞায় পড়া ৪৭ ঠিকাদার সওজকে চাপ দিয়ে ফিরতে চাইছেন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

শেখ হাসিনার সরকারের আমলে তাঁরা জাল-জালিয়াতির মাধ্যমে একচেটিয়া ঠিকাদারি কাজ পেয়েছেন। তদন্তে জালিয়াতির প্রমাণও মিলেছে। এরপর ৪৭টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এখন সরকার পরিবর্তনের পর এই জালিয়াতিতে যুক্ত ঠিকাদারেরা ফিরে আসার জন্য চাপ শুরু করেছেন।

গত রোববার তেজগাঁওয়ে সওজের প্রধান কার্যালয়ে এসব ঠিকাদার বিক্ষোভ করেন। এরপর প্রধান প্রকৌশলী বরাবর দেওয়া এক স্মারকলিপিতে ১০ দফা দাবি পেশ করেন তাঁরা। তিন কার্যদিবসের মধ্যে এসব দাবি বাস্তবায়িত না হলে সড়ক ভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন ঠিকাদারেরা। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার সন্ধ্যা সাতটায় প্রধান প্রকৌশলী ঠিকাদারদের নিয়ে বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন