খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইল অপারেটর রবির ফাইবার কেব্ল কাটা পড়ে। এতে দীঘিনালাসহ আশাপাশের এলাকায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আজ শুক্রবার সকালের মধ্যেই নেটওয়ার্ক পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল দিনে খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষ হয়। এর জের ধরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। পাশাপাশি খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি ও আশপাশের এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় খাগড়াছড়িতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বেলা দুইটা থেকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।