করোনা মহামারি ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই দেশে নিত্যপণ্যের চড়া দামের কারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজার সহনীয় রাখার চেষ্টা করছে সরকার।
আজ ১৭ মে (মঙ্গলবার) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক সভায় যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান।
তিনি বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে খাদ্যপণ্য রফতানি করার লক্ষ্যেও কাজ চলছে।
সভায় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এ কথাটি দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে। যদি অন্য কেউ ক্ষমতায় থাকত দেশের যে কী অবস্থা হতো, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। আমরা সেই জায়গাতে থেকে দেশকে উন্নত জায়গায় আনতে পেরেছি।