বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী: ডিবিপ্রধান রেজাউল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-01-2025
ফাইল ছবি : সংগৃহীত

বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, তাঁরা অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর। তা ছাড়া ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও সানজিদুল ইসলাম ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেজাউল করিম মল্লিক। অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক–সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার ২৭ জনের বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের দায়িত্বে থাকা রেজাউল করিম মল্লিক বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খিলগাঁওয়ে অভিযান চালিয়ে চায়নিজ পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ছয়টি রামদাসহ নাসির উদ্দিন ও ইমরান হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তার আগে রাত ১২টার দিকে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থেকে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের অভিযোগে আজ ভোরে মিরপুর এলাকা থেকে পাঁচজন, লালবাগ থেকে দুজন, মতিঝিল থেকে দুজন ও উত্তরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সংশ্লিষ্ট অভিযোগ এবং সাইবার অপরাধে যুক্ত আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

 

অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কেউ অবৈধ কোনো কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যক্তিগতভাবে তিনি রক্তচক্ষুকে ভয় পান না বলেও জানান।

 

নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী–সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা গোয়েন্দা পুলিশকে অবহিত করার আহ্বান জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।


 

শেয়ার করুন