বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা চায় তুরস্ক। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নগদ অর্থের পরিবর্তে তুরস্ক বাংলাদেশের কাছে এই মুহূর্তে মানবিক সহায়তা চায়৷ যেমন দক্ষ উদ্ধারকারী দল, ওষুধ, গরম কাপড় এই ধরনের সহায়তা৷’
রাষ্ট্রদূত বলেন, তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন অবিস্মরণীয়। শীত বস্ত্র, ওষুধসহ নানা জিনিস দরকার।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। ভূমিকম্পে ৬ হাজার ভবন ভেঙে পড়েছে।
সাংবাদিকদের ভিসা দেয়ার প্রসঙ্গে তুরান বলেন, যেসব সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যেতে চায় তাদের ভিসা দ্রুত দেয়া হবে।
তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। দেশ দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মাত্র ৪৫ সেকেন্ডের ভূকম্পনেই ধ্বংসস্তূপে পরিণত হয় ২ দেশের কয়েক হাজার বাড়িঘর।