বিএনপি নেতার বিরুদ্ধে ভ্যানচালকের জমি দখল ও হিন্দু পরিবারকে হুমকির অভিযোগ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে ভ্যানচালকের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি হিন্দু পরিবারকে হুমকি দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ওই নেতার নাম মোতালেব হোসেন (৫০)। তিনি তিল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ভুক্তভোগীরা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে মোতালেব এসব করছেন বলে জানিয়েছেন তাঁরা।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী ভ্যানচালক তারা মিয়ার (৫৫) পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালে তিল্লী গ্রামের ভ্যানচালক তারা মিয়ার কাছে স্থানীয় নিকাশী মৌজায় ৪৫ শতক জমি বিক্রি করেন বিএনপি নেতা মোতালেব হোসেনের চাচাতো ভাই কামরুল ইসলাম ওরফে খোকন। এর পর থেকে ওই জমিতে তারা মিয়া চাষাবাদ করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট মোতালেব হোসেন ১৫ থেকে ২০ জন লোক নিয়ে ওই জমি দখল করে নেন। এর পর থেকে ওই জমিতে চাষাবাদ, এমনকি জমির কাছে না যেতে তারা মিয়াকে হুমকি-ধমকি দেন তিনি। ওই জমিতে তারা মিয়া আবাদ করতে পারছেন না।


 

শেয়ার করুন