ভারত-পাকিস্তান সীমান্তে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশগামী তিনটি ফ্লাইট তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে। তিনটি ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।
ফ্লাইট তিনটি হচ্ছে তুরস্ক থেকে আগত টার্কিশ এয়ারলাইনস (টিকে-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট জে৯-৫৩১ এবং জে৯-৫৩৩।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের রুট পরিবর্তন করেছে। তুরস্ক থেকে ঢাকাগামী ফ্লাইটটি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরার জে৯-৫৩১ ফ্লাইটটি ঢাকায় না এসে দুবাইয়ে অবতরণ করে। অপর ফ্লাইট জে৯-৫৩৩ কুয়েত থেকে উড্ডয়নের পর কুয়েতে ফিরে যায়।
কামরুল ইসলাম বলেন, আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো ঢাকায় পৌঁছাতে শুরু করেছে।