মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 12-03-2025
ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌণে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়।

 

 

ভোর সোয়া ৫টায় ফায়ার সার্ভিসের খুদে বার্তায় জানানো হয়, ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরে ৫টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের খুদে বার্তায় জানানো হয়, ভোর ৫ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন