রাইডের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, রাইডে উঠে চিৎকার করতে করতে মুঠোফোনের ক্যামেরার বাটন চাপা, রাইড থেকে নেমেও একই কাজ। ছবি তোলা আর ছবি তোলা। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এমন একটা মুঠোফোন থাকলে হয়তো তিনি ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ না লিখে ‘আমার এই ছবি তোলাতেই আনন্দ’ লিখতেন। অন্তত আজ সোমবার যদি তিনি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে থাকতেন, তাহলে তাঁর প্রিয় ‘ওরে কচি’, ‘ওরে কাঁচা’দের ছবি তোলায় মাতোয়ারা হতে দেখে সিদ্ধান্ত বদলে ফেললে অবাক হওয়ার কিছু থাকত না! কারণ ওদের যত আনন্দ ছিল রাইডে ওঠা আর বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঘোরা, তার চেয়ে আনন্দ কম ছিল না জীবনের এই স্মরণীয় দিনটিকে ছবিতে ধরে রাখার। দিনটি কাটিয়েছে তারা ছবি তোলার পাশাপাশি ছোটাছুটি আর গানে গানে।
আজ সোমবার সকাল থেকে ফ্যান্টাসি কিংডমে শুরু হয়েছে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’–এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে আজ অংশ নিয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার প্রায় ১০ হাজার শিক্ষার্থী।