রাজধানীর আজিমপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি রাস্তার পাশে রাখা ছিল।
এদিকে রাত ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের কাছে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা সোফার আগুন নিভিয়ে ফেলেন।