বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের কার্যালয়সহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে এসব ভবনে তালা দেওয়া হয় বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হাফিজুল ইসলাম।