সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় নেই প্রেস কাউন্সিল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 25-10-2024
ফাইল ছবি : সংগৃহীত

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়ন, মান সংরক্ষণের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল। আইনেও এই উদ্দেশ্যের কথা বলা আছে। কিন্তু সরকারি এই সংস্থাকে কখনো সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ভূমিকা নিতে দেখা যায়নি; বরং তারা এমনভাবে নিজেদের আইন সংশোধন করার প্রস্তাব তৈরি করেছে, যেটাকে সাংবাদিকেরা সংবাদপত্রের স্বাধীনতা হরণের উদ্যোগ হিসেবে চিহ্নিত করেন।

প্রেস কাউন্সিল একটি আধা বিচারিক সংস্থা। সংবাদপত্রের নীতিনৈতিকতা পরিপন্থী কোনো সংবাদ প্রকাশের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে কাউন্সিলে অভিযোগ করতে পারেন। আইনে এই সংস্থাকে এ ধরনের অভিযোগ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সম্পাদক ও প্রতিবেদককে সতর্ক করতে পারে, ভর্ৎসনা করতে পারে প্রেস কাউন্সিল। তবে বাস্তবে প্রেস কাউন্সিলে খুব বেশি অভিযোগ জমা পড়ে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে প্রেস কাউন্সিলে মামলা হয়েছে ছয়টি। 

নিজেদের প্রধান দুটি কাজের কোনোটিতেই সেভাবে নেই প্রেস কাউন্সিল। অথচ এই সংস্থার পেছনে বছরে দুই কোটি টাকার বেশি অনুদান দিতে হয় সরকারকে। 

সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে বিচারপতি নিজামুল হক নাসিমকে

শেয়ার করুন