রাজধানীর চকবাজার থেকে প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা সম পরিমাণ মূল্যের ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ ২০ এপ্রিল (বুধবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।
লেঃ কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ শামস্ সাদেকিন নির্ণয়ের নেতৃত্বে চকবাজার চক মোগলটুলি আল-সাহানী মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি কারেন্ট জালের দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ৩ কোটি ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল এবং ৫০০ পিস চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১১৫ কোটি ২৫ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিক উল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা।
পরবর্তী সময়ে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।