সং‌বিধা‌নে তত্ত্বাবধায়ক সরকা‌র স্থান দেওয়ার সু‌যোগ নেই : শাজাহান খান
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-02-2023
ফাইল ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে সং‌বিধা‌নে তত্ত্বাবধায়ক সরকার স্থান দেওয়ার কোনো সু‌যোগ নেই ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য শাজাহান খান।

 

মাদারীপুর ২৫০ শয‌্যা বিশিষ্ট হাসপাতা‌লের উ‌দ্বোধন শে‌ষে আজ বৃহস্প‌তিবার (২ ফেব্রুয়ারি) সকা‌লে প্রধান অ‌তি‌থির বক্তব্যে শাজাহান খান একথা ব‌লেন।

 

এসময় শাজাহান খান আ‌রও ব‌লেন, আগামী নির্বাচন বর্তমান নির্বাচন ক‌মিশনার ও বর্তমান শেখ হা‌সিনার সরকা‌রের অধী‌নে অনু‌ষ্ঠিত হ‌বে। বিএন‌পির তত্ত্বাবধায়ক স‌রকারের দাবি জনগ‌ণের কা‌ছে গ্রহণ‌যোগ‌্য নয়। সে জন‌্য তা‌দের দাবি আমা‌দের কা‌ছেও গ্রহণ‌যোগ‌্য নয়।

 

মাদারীপুর সি‌ভিল সার্জন ডা. মুনীর আহ‌মেদ খা‌নের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক ড. র‌হিমা খাতুন, পু‌লিশ সুপার মাসুদ আলমসহ অন‌্যরা।

 

শেয়ার করুন