‘সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারি’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত র্যাবকে দায়িত্ব দিয়েছে। র্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন, এ ঘটনাটি আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমিও দৌঁড়ে গিয়েছিলাম। আমিও মনে করি যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এ বিষয়ে ব্যবস্থা নিতে পারি।