সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-09-2024
ফাইল ছবি : সংগৃহীত

আগস্ট মাসের বন্যার ভয়াবহতার চিহ্ন এখনো রয়ে গেছে। এরই মধ্যে চলতি সেপ্টেম্বর মাসে দেশে নতুন করে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই বন্যা হতে পারে স্বল্পমেয়াদি। আর এবারের বন্যায় উপদ্রুত দক্ষিণ–পূর্ব এবং উত্তর–পূর্বাঞ্চলেই নতুন করে বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয়। গতকাল রোববার সেপ্টেম্বর মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের মৌসুমি ভারী বৃষ্টির কারণে কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


 

শেয়ার করুন