রাঙ্গামাটির লংগদু উপজেলায়, রাজনগর ৩৭ বিজিবি জোনের উদ্যোগে বন্য পশুর খাবারের পরিপূর্ণতা রাখতে পাহাড়ে খাস জায়গাতে বিভিন্ন রকম ফলফলাদির গাছ রোপন করে সাড়া ফেলেছেন বিজিবি।
মঙ্গলবার ১৩ জুন বেলা ২টা থেকে ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম এর দিক নির্দেশনায়, অত্র জোনের মেডিকেল কেপ্টেন রসুল আমিন, সহকারী পরিচালক হাফিজুর রহমান উপস্থিত থেকে, জোনের আওতাধীন গুলশাখালী ইউনিয়নের জারুল ছড়া এলাকায় প্রায় হাজারের অধিক কলা গাছ,বিভিন্ন জাতের ঘাষের চাড়া রোপন করে।
জোন অধিনায়ক বলেন, বিভিন্ন কারণে পাহাড়ে বন উজাড় হয়ে যাচ্ছে, যার ফলে বন্য হাতি সহ অন্যান্য পশু পাখিরা খাবারে কষ্ট পাচ্ছে এবং লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ভাংচুর করছে। যথেষ্ট পরিমান খাবার থাকলে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করবেনা বন্য প্রাণীরা।