বাঙ্গালহালিয়ায় কারিতাসের উদ্যোগে গবাদি পশু ও সবজিবীজ বিতরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

কারিতাস সিপিপি পিএইপি ২ প্রকল্প কর্তৃক বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৩৯ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু ও হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে ৩৯ জন উপকারভোগীর মাঝে ৩০ জনকে ছাগল, ৯ জনকে শুকর, ৩৯ জনকে মুরগী ও ৩৯ জনকে ২০০ গ্রাম শাকসবজি বীজ বিতরণ করা হয়। 

১৪ই নভেম্বর সকাল থেকে প্রশিক্ষণ  প্রদান করেন ড. মো. এনামুল হক হাজারী ও শোভাধন দেওয়ান, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, রাজস্থলী।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্হলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ ্মারমা, বিশেষ অতিথি ছিলেন আদোমং মারমা, চেয়ারম্যান,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ,

আরও উপস্হিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা,মংউচিং মারমা,মো.মিরাজ, সদস্য, বাপ্পী দেব। নন্দীয় তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজস্থলী।

অনুষ্টানে সভাপতিত্ব করেন রূপনা দাশ,কর্মসূচী কর্মকর্তা, সিপিপি পিএইপি ২ প্রকল্প, কারিতাস, বান্দরবান। 

সঞ্চালন করেন সাধন কৃষ্ণ চাকমা, মাঠ কর্মকর্তা, সিপিপি পিএইপি ২, কারিতাস, রাজস্থলী। এবং সকল মাঠ সহায়ক গণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন