রাঙামাটি জেলার কমিউনিটি পুলিশিং ও পর্যটন স্টেকহোল্ডার রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়ন। মঙ্গলবার দুপুরে রিজার্ভ বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার মহিউল ইসলাম।
ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেস্তোরা মালিক সমিতির সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক এম নেকবর আলী, হোটেল বনফুলের সত্ত্বাধিকারী আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী, সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইফুল বিন ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ রানা, কার্যকরী পরিষদ সদস্য বিপ্লব সাহা। এসময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্প বিকাশে প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরেন। প্রধান অতিথিরা বক্তব্যে পুলিশ সুপার, রাঙামাটি কে একটি উন্নত সুশৃঙ্খল ট্যুরিস্ট বান্ধব পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি জেলার সকল পর্যটন কেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ সহজতর করা এবং হয়রানি নিরোধ করার বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন।