রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিভিন্ন পাড়ার ৫১জন সুফল ভোগীদের চাহিদা ভিত্তিতে ১০২টি দেশি মুরগি ,২টি কবুতর, ১৩টি দেশি শুকর,৯টি দেশি ছাগল ও বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়।১৮ ডিসেম্বর রবিবার সকালে কারিতাস কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,অংনুচিং মারমা ,উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা(সম্প্রসারণ) চিরনজীব চাকমা, রাজস্থলী কারিতাস সিপিপি পিএইপি-২ মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও দায়িত্ব প্রাপ্ত মাঠ সহায়কগন ও প্রকল্পের সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।